চুল পড়ে যাচ্ছে কি করব?
অনেকগুলো রেমিডি ব্যবহার করার পর চুল পড়া কমছে না!
চুল পড়ছে ?
চুল পড়ে যাচ্ছে ?
চুল ঝরে পড়ছে এমন সব কথা আমরা দিনে একবার হলেও বলি।
চুল ঝরে পড়ার অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলো জানার আগে আমরা জেনে নেই যে চুল পড়া ও একটি স্বাভাবিক ব্যাপার। আমাদের মাথা মাথার তালু প্রতি যদি ৫০ থেকে ১০০টি পরিমাণে চুল ঝরে পড়ে তাহলে এটি একটি স্বাভাবিক পদ্ধতি বা ঘটনা।
কিন্তু এর চেয়ে বেশি পরিমাণে চুল ঝরে পড়ে তাহলে অবশ্যই চিন্তা করার বিষয় রয়েছে। এবং আমাদের ধরে নিতে হবে আমাদের চুলের পুষ্টি শেষ হয়ে গিয়েছে অথবা যে সকল কারণে চুল ঝরে পড়ছে সেই কারণগুলোর মধ্যে যেকোনো একটি সমস্যা আমার চুলের মধ্যে দেখা দিচ্ছে।
তাহলে আমাদের চুল পড়া বন্ধ করার জন্য অতিরিক্ত চুলের যত্ন নেওয়া প্রয়োজন।
তার মানে এই নয় যে আমরা প্রতিদিন চুলের যত্ন নিব না আজ শুধু চুল ঝরে পড়ল এই যত্ন নিব এমন কিন্তু নয়!
চুল ঝরে পড়ুক আর না করুক আমাদের চুলের যত্ন নেওয়া উচিত । তবে নিয়মের বাইরে যদি চুল পড়ে তাহলে স্বাভাবিকভাবে আমরা চুলের যত্ন নিয়ে তাকে তার বাইরে গিয়েও আমাদের চুলের অতিরিক্ত যত্ন নিতে হবে তাহলেই আমাদের চুল পড়া বন্ধ হবে।
চুল পড়া বন্ধ করার জন্য আমরা প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন নিতে পারে। চুলের যত্ন নেবার জন্য আমরা যে সকল প্রাকৃতিক উপাদান গুলোর ব্যবহার করতে পারে তার মধ্যে পেঁয়াজ অত্যন্ত কার্যকরী একটি উপাদান।
পেঁয়াজের মধ্যে থাকা উপাদানগুলো চুলের গোড়ায় পুষ্টি যুগিয়ে চুলপড়া কে পুরোপুরি বন্ধ করে দিবে।
আপনারা হয়তো ভাবছেন চুল পড়া বন্ধ করার জন্য পেঁয়াজ কে চুলের মধ্যে ব্যবহার করব ?
চুল পড়া বন্ধ করার জন্য পেঁয়াজের কিভাবে চুলের মধ্যে ব্যবহার করলে সব থেকে ভাল ফলাফল পাবেন সেই রকম একটি রেমেড়ি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই পদ্ধতি অনুসরণ করে যদি আপনারা মধ্যে পেঁয়াজের রস ব্যবহার করেন তাহলে খুব দ্রুত চুল পড়া বন্ধ হয়ে যাবে ।
চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রসের রেমেড়িঃ
যে সকল উপকরণ লাগবেঃ
তিনটি পেঁয়াজ
তিনটি ভিটামিন ই
দু চামচ ক্যাস্টর অয়েল
এক চামচ অ্যালোভেরা জেল
যেভাবে তৈরি করবেনঃ
প্রথমেই পেঁয়াজের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিন। একটি ব্লেন্ডারে নিয়ে পেঁয়াজগুলো কে ব্লেন্ড করে নিন।
পেঁয়াজ ব্লেন্ড করার সময় প্রয়োজনে হাফ কাপ পানি এড করতে পারেন।
পিয়াজ ব্লেন্ড করার পর একটি বাটির মধ্যে ঢেলে নিয়ে একটি ছাকনির সাহায্যে ছেঁকে পেঁয়াজের রস বের করে নিতে হবে।
পেঁয়াজের রস বের করার পর এর সাথে ভিটামিন ই ও অ্যালোভেরা জেল এড করে উপাদান চারদিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।
এরপর সব শেষে ক্যাস্টর অয়েল যোগ করে আবারো উপাদানগুলোকে মিশিয়ে নিতে হবে । যেহেতু ক্যাস্টর অয়েল এর ঘনত্ব বেশি তাই সবগুলো উপাদানের সাথে যদি ক্যাস্টর অয়েল মিশান তাহলে এটি নাও মিশতে পারে । তাই সব উপাদান মেশানো পরে ক্যাস্টর অয়েল মিশাবেন।
যেভাবে ব্যবহার করবেনঃ
ক্যাস্টর অয়েল ভালো মতো মিশে গেলে এটিকে হাতের তালুর মধ্যে বা আঙুলের ডগায় নিয়ে খুব ভালো ভাবে মাথার তালুর মধ্যে লাগিয়ে নিতে হবে।
এটি লাগানোর পর মাতার তালুর মধ্যে খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট মতো ম্যাসাজ করুন।
এর ফলে মাথার তালুতে ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে যার ফলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে চুল শক্ত হবে এবং চুল পড়া বন্ধ হবে ।
পেঁয়াজের রসের সাথে অন্যান্য উপাদান গুলো মেশানোর কারণঃ
পেঁয়াজের রসঃ
চুলকে গ্রোথ করার জন্য যত রকমের প্রাকৃতিক উপায় আছে তার মধ্যে পেঁয়াজ অন্যতম ।
পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফাইড থাকে যা চুলের গ্রোথকে দ্রুত বাড়িয়ে তোলার জন্য সবথেকে বেশি কার্যকরী । এছাড়াও পেঁয়াজ আমাদের চুল পড়াকে বন্ধ করে এবং চুলের গোড়া মজবুত করে ।
ভিটামিন ইঃ
ভিটামিন ই চুলের গুড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে মজবুত করে তুলবে। যার ফলে চুল পড়া কমে যায় ।
মেহেদী পাতা ও জবা পাতার এই তেল ব্যবহারে চুল পড়া বন্ধ হবে এবং চুল দ্রুত লম্বা হবে। এই তেলটি যারা একবার ব্যবহার করবেন তারা এতটাই ভাল রেজাল্ট পাবেন যার ফলে আপনারা আর অন্য কোন তেল ব্যবহার করতে চাইবেন না। এই তেলটি তৈরি করা খুব সহজ কিন্তু এর কার্যকারিতা অনেক।
অ্যালোভেরা জেলঃ
অ্যালোভেরায় প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম থাকে,যা আমাদের স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে। যার ফলে চুলের গুড়ায় পুষ্টি হয় এবং চুল পড়া বন্ধ হয় ।
কাস্টর অয়েলঃ
কাস্টর অয়েলে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি–ফাংগাল প্রপার্টিস যেটি মাথার তালুতে ড্যানড্রফ অর্থাৎ খুশকি হতে দেয় না। এবং এটি চুল পড়া পুরোপুরি বন্ধ হয় ।
নোটঃ
১। এই রেমেডিকে ফ্রিজে রেখে ব্যবহার করবেন না
২। ভালো পাওয়ার জন্য এটি সপ্তাহে ব্যবহার করুন। সময়ের অভাব যদি আপনারা সপ্তাহে একবার ব্যবহার করতে না তাহলে দিনে একবার ব্যাবহার করবেন । তবে প্রতি সপ্তাহে ব্যবহার করলে ভাল ফলাফল পাবেন।
৩। এটি চুলের মধ্যে লাগিয়ে কড়া রোদে যাবেন না
৪। এখানে ব্যবহৃত কোন উপাদানের মধ্যে যদি আপনাদের অ্যালার্জি থাকে তাহলে সেই সকল উপাদান ব্যবহার করা থেকে বিরত থাকুন
বন্ধুরা আপনাদের সাথে চুল পড়া পুরোপুরি দূর করার জন্য পেঁয়াজের এই রেমেড়ি টি শেয়ার করলাম এটি আপনারা ব্যবহার করবেন । এটি ব্যবহার করলে আপনারা ভাল ফলাফল দেখতে পাবেন । আপনারা দেখবেন আপনাদের চুলপড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে ।