অল্প সময়ে ত্বককে ফর্সা করতে টমেটোর ফেসপ্যাক ব্যবহার করুন

আপনার ত্বক যদি প্রাকৃতিক ভাবে লাবণ্যময়ী আর সুন্দর হয়, আর এই ধরনের ত্বকের উপর চোখ বন্ধ করে যে কোন মানুষ ফিদা হয়ে যেতে পারে আর এই ধরনের সৌন্দর্য যদি আপনার থেকে থাকে সেটি আপনার ব্যক্তিত্ব শক্তিকে অনেক গুণে বাড়িয়ে দেয়।
ঠিক এমন ত্বক পেতে সরাসরি চলে যাব টমেটোর চমৎকার প্যাকের আলোচনায়। কারণ টমেটোর এই ধরনের প্যাকগুলো ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ সাইডএফেক্ট ছাড়াই ম্যাজিকেলি ভাবে দীর্ঘস্থায়ী নিজেদের সৌন্দর্যকে ধরে রাখতে পারবেন এবং আপনার ত্বকের হারিয়া যাওয়া মাধুরয্যতা ফিরে পাবেন।
এছাড়াও এই প্যাকটি ব্যবহার করলে আপনাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনাদের ত্বকের দাগ দূর হয়ে যাবে এবং আপনাদেরকে যদি ব্রণ হওয়ার প্রবণতা থাকে তাহলে সেটি দূর হয়ে যাবে।
বন্ধুরা এই ফেসপ্যাকটি এর সাহায্যে আপনার আপনাদের ত্বকের সৌন্দর্য এবং মাধুর্য ফিরিয়ে আনার জন্য নিয়মিত ব্যবহার করতে হবে। আর আমার একটি ব্যবহার ব্যবহারবিধি আপনার শেয়ার ঠিক সেইভাবেই আপনাদেরকে এটি ব্যবহার করতে হবে। তাহলে আপনার অত্যান্ত কার্য ফলাফল পাবেন।

১। টমেটোর মাধ্যমে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরাতে টমেটোকে এইভাবে ব্যবহার করুনঃ
ট্মেটোর এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে.……..
২ টেবিল চামচ টোমেটোর পেস্ট।
২ চা চামচ অলিভ অয়েল,
২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা,
২ টেবিল চামচ গোলাপজল।
তৈরি ও ব্যবহার করবেন যেভাবেঃ
প্রথমে দুটি পাকা টমেটো নিয়ে এটিকে টুকরো টুকরো করে কেটে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে হবে।
এরপর কাঁচা হলুদ কে আধাঘন্টা ভিজিয়ে রেখে হলুদ বেটে নিতে হবে।
এরপর সবগুলো উপাদানের পরিমাণ মতো একটি পরিষ্কার বাটির মধ্যে নিতে হবে। সবগুলো উপাদানের বাটির মধ্যে নেয়ার পর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে ।
ইসমত পেস্ট তৈরি হয়ে যাবার পর একটি ব্রাশের সাহায্যে এটি মুখের মধ্যে এপ্লাই করে নিন।
এটি এপ্লাই করার পর ত্বকের মধ্যে 15 মিনিট রেখে দিন যেন একটি পুরোপুরি মুখের মধ্যে শুকিয়ে যায়।
এটি পুরোপুরি শুকিয়ে যাবার পর ত্বক পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিবেন।
নেবেন যাদের ত খুব শুষ্ক তারা এই ফেসপ্যাকটি ব্যবহার করার পর মসারাইজার ব্যবহার করবেন।
আপনারা আপনাদের ব্যবহারের যেকোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারবেন।
ময়েশ্চারাইজার না থাকলে আপনারা অ্যালোভেরা জেল কে ত্বকের মধ্যে লাগিয়ে নিতে পারবেন ।
কাজ করার কারণঃ
টমেটোঃ
টমেটোর মধ্যে থাকা লাইকোফিন স্কিনকে UV রে হতে Protect করে ।ভিটামিন ই স্কিনে কোলাজেনের উৎপাদন বাড়িয়ে স্কিন অয়েল control করে স্কিনকে টানটান করে তুলে। টমেটোর মধ্যে ভিটামিন এ পাওয়া যায় যা ফ্রি রেডিকেলসের বিরোদ্ধে ফাইট করে স্কিনে বয়সের ছাপ আসতে দেয় না, যার কারণে স্কিন সবসময় তরুণ থাকে ।
হলুদঃ
হলুদের মধ্যে ত্বকের জন্য অনেক উপকারী উপাদান রয়েছে ,তার মধ্যে ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার অতি গুরুত্বপূর্ণ উপাদানের নাম হল অ্যান্টি- অক্সিডেন্ট। হলুদের মধ্যে থাকা অ্যান্টি- অক্সিডেন্টের কাজ হল ত্বক হতে রোদে পুড়া কালো দাগ ,তামাটে ভাব ও ত্বকের কালচে রং দূর করে দিয়ে ত্বকের ভিতর থেকে ফর্সা করে তুলা।আর হলুদের মধ্যে থাকা অন্যান্য উপাদান গুলো ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।আর হলুদের natural lightening property ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
অলিভ অয়েলঃ
অলিভ অয়েল ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বককে তুলতুলে নরম কোমল এবং মোলায়েম করে তুলতে সাহায্য করে।
গোলাপজলঃ
গোলাপজল ত্বকের মৃত কোষ সরিয়ে ফেলে এবং ত্বকের গভীরে থাকা ময়লা কে বের করে আনে । এর সাথে সাথে এটি ত্বকের টোনার হিসেবেও অসাধারণ কাজ করেন
নোটঃ
১। এই প্যাকটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না
২। এ প্যাকটিতে ব্যবহৃত কোন উপাদানে আপনাদের এলার্জি থাকলে সেই উপাদানটি ব্যবহার করা থেকে বিরত থাকুন ।
৩। খুব ভালো ফলাফল পাওয়ার জন্য এই ফেসপ্যাকটি কে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন ।
এই প্যাক টি ব্যবহারে আমাদের ত্বক একেবারে এত বেশি ফর্সা হয়ে যাবে যে আপনারা ভাবতেও পারবেন না। হারিয়ে যাওয়া উজ্জলতা ফিরিয়ে আনতে টমেটোকে এইভাবে ব্যবহার করলে অল্প সময়ে তার ফলাফল পেয়ে যাবেন।
তাৎক্ষণিক ফেসিয়াল করলে যে লুক আপনারা পান টমেটোর এই প্যাকটি ব্যবহারের মধ্য দিয়ে ম্যাজিকেলি ভাবে সেই লুক আপনারা পেয়ে যাবেন।

Leave a Comment